প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২১ , ২২:২৩ | নিউইয়র্ক নিউজরুম (এইসএস)
ব্রেকিং...
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জিনারিও এগিয়ে, নিকট প্রতিদ্বন্দ্বী মৌমিতা
এনআরবি কানেক্ট নিউজ: নিউইয়র্কের ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল বিশেষ নির্বাচনে জেমস এফ জিনারিও এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি মৌমিতা আহমেদ। নিউইয়র্ক সময় রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জিনারিও পেয়েছেন ৩২৫২ ভোট। আর মৌমিতা পেয়েছেন ৮৫৮ ভোট। সোমা সাইদ পেয়েছেন ৪৭৩ ভোট। এখন পর্যন্ত ৯২ শতাংশ ভোট অর্থাৎ ৫ হাজার ৪৬৪টি ভোট গণনা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কে ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চার জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তারা হলেন মৌমিতা আহমেদ, সোমা সাঈদ, দিলীপ নাথ ও মুজিব ইউ রহমান। আরও প্রতিদ্বন্দ্বীতা করেছেন জেমস এফ জিনারিও, নীতা জেইন, দিপ্তি শর্মা, আর্ল ব্রাউন ও রাইন ইন।
নিউইয়র্কের ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৮০ হাজার। নির্বাচনে ১০ শতাংশের বেশি ভোট পড়েনি।
বিস্তারিত আরও আসছে...