PeopleNTech Business Hosting
লস অ্যাঞ্জেলেসে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ নজরুলের ম্যুরাল

লস অ্যাঞ্জেলেসে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ নজরুলের ম্যুরাল


এনআরবি কানেক্ট নিউজ: লিটল বাংলাদেশ অধ্যুষিত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্থাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ একাডেমীর দেওয়ালে অঙ্কিত হয়েছে এই তিন কিংবদন্তির ম্যুরাল।

লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রকল্প ধাপে ধাপে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর ম্যুরালটি স্পন্সর করেছে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা। এরপর ম্যুরাল নির্মিত হয় বাঙালি জাতীয়তাবাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর (স্পন্সর: ফিরোজ আলম) এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ( স্পন্সর: ঘনশ্যাম চেজার)।

এগুলো শোভা পাচ্ছে লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ একাডেমীর চত্বরে। যেখানে আরও রয়েছে শহীদ মিনার এবং পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধীরে ধীরে অত্র এলাকায় চলাচলে স্মৃতিতে জেগে উঠবে মাতৃভূমির কথা। জানিয়েছেন মূকাভিনয়শিল্পী ও সাংবাদিক কাজী মশহুরুল হুদা।


Ads